নরসিংদীতে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর কারী তুলু ও তৌকির গং এদের খুঁটির জোর কোথায়?

হাজী জাহিদ, নরসিংদী || ২০২২-১০-১৪ ০৬:১৮:২৩

image
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের অফিস কক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে ফেলে দিয়েছিল নরসিংদী চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট তুলু ও তার পালিত মাস্তান তৌকির আহমেদ । এই ঘটনায় তৎকালীন বাণিজ্য মন্ত্রণালয় জেলা প্রশাসক পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সফল প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির ( সিআইপি ) এবং চেম্বারের বিভিন্ন অনুষ্ঠানে তিনি শত শত ব্যবসায়ী গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্যে বলেন , কুলাঙ্গার তুলু-তৌকির বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে এবং বিচার দাবি করেছে । তিনি আরো বলেন , জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বিচার দিয়েছি কিন্তু তাদের খুঁটির জোর কোথায়? এই জামাত বিএনপি ধূসরদের কোন বিচার হয়নি । জানা যায়, তুলু একাধিকবার চেম্বারে নির্বাচিত হন এবং চেম্বার ভবনটি তার নিজস্ব ব্যক্তিগত অফিস বানিয়ে ব্যবহার করেন সরকারি আইন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি টাঙ্গাতে হয় কিন্তু তারা ছবি ভাংচুর করে ফেলে দেয় বর্তমানে মোঃ আলী হোসেন শিশিরের নেতৃত্বে চেম্বারটি অত্যন্ত সুন্দর এবং সুনামের সাথে পরিচালিত হচ্ছে এবং এই পরিষদ চাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী __বাণিজ্যিক সংগঠনের ১১ ধারা মোতাবেক নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তৌকির ও তুলু বিভিন্ন দপ্তরে নামে বে-নামে অভিযোগ দিয়ে এবং বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তকমা দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে যাতে করে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হয় । এই চক্রান্তকারীরা চাচ্ছে নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যাতে কোন নির্বাচন না হয় । ষড়যন্ত্রকারীরা চাচ্ছে ষড়যন্ত্র করে তাদের পছন্দের লোকজন নিয়ে চেম্বার দখল করার জন্য । বাণিজ্যিক সংগঠন ১১ ধারা মোতাবেক নির্বাচন হবে বলে জানিয়েছেন বর্তমান পরিষদের সফল ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ।তিনি বলেন , সকল প্রক্রিয়া সম্পন্ন কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে আমরা তাদের নিন্দা জানাই চেম্বারের নির্বাচিত একাধিক পরিচালক জানান , তৌকির তুলু বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে তাদের খুঁটির জোর কোথায় ? আমরা তা জানতে চাই এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক । আমরা চাচ্ছি একটি সফল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হোক । জামাত বিএনপির এজেন্টরা ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের সমর্থিত লোকজন নির্বাচন চাচ্ছে কিন্তু বিএনপি জামাতের তুলূ-তৌকির গং বিভিন্ন মামলা মোকাদ্দমা করে নির্বাচন বান্চ্ঞালের চেষ্টা করছে আমরা তাদের বিচার চাই তারা জামাত বিএনপি ধূসর । বিএনপি জামাতের নেতাদের অর্থ দিয়ে মামলা-মোকদ্দমা করে অভিযোগ করেন চেম্বারের একাধিক সদস্য । বর্তমান পর্ষদ করোনার সময়ে শ্রমিকদেরকে ব্যাপক খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন নরসিংদী চেম্বারের আয় বাড়ানোর জন্য বাণিজ্যিক ভবন নির্মাণ করার জন্য দেড় কোটি টাকার জমি ক্রয় করেছে । করোনার ক্যাম্পিং করেছে প্রায় এক হাজার পিপি দিয়েছে ৫০ হাজার মাক্স বিতরণ করেছে ঈদের মাঝে ২০০০ লুঙ্গি শাড়ি বিতরণ করেছে বর্তমান পর্ষদ সুনামের সাথে কাজ করেছে। করোনা ভাইরাস মোকাবেলায় ব্যাপক ভূমিকা রেখেছে । পাশাপাশি করোনার সময় অনলাইনের মাধ্যমে বাবুরহাট বাজার সচল রেখেছে এতে প্রায় তিন লক্ষ শ্রমিক উপকৃত হয়েছে এবং বাবুরহাট শেখেরচর বাজারে ৫০০ কোটি টাকার লেনদেন হয়েছে ব্যবসায়ীরা উপকৃত হয়েছে । চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির ( সিআইপি ) জানান , আমরা নির্বাচন মুখী নির্বাচন করতে চাই কিন্তু একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং চেম্বারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তকমা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করাছে আমি তার তীব্র নিন্দা জানাই ।বর্তমান পর্ষদ একটি সফল পর্ষদ ব্যবসায়ী ও শ্রমিক বান্ধব পর্ষদ । আমরা বাণিজ্যিক সংগঠনের আইন ১১ ধারা মোতাবেক নির্বাচন করব ইনশাল্লাহ । তিনি আরো জানান , চক্রান্তকারী জামাত বিএনপি তাদেরকে প্রতিহত করব এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর কারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি । ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন বলেন , আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ আছে তার মধ্যেই নির্বাচন সম্পন্ন করব ইনশাল্লাহ, নেতৃত্বের পালাবদল হবে বাণিজ্যিক সংগঠন আইন ১১ ধারা মোতাবেক নির্বাচনের মাধ্যমে । সকল চক্রান্তকারীদের জবাব দেওয়া হবে নির্বাচনের মাধ্যমে আমাদের বর্তমান চেম্বার - ব্যবসায়ী ও শ্রমিক বান্ধব ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com