বিশ্বব্যাপী করোনার তাণ্ডব আবারও ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনের আক্রান্তের হারের সঙ্গে সমান তালে বাড়ছে প্রাণহানিও। গত ২৪ ঘণ্টায়ও বিশ্বের প্রায় আড়াই লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে জানানো হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৪৮ হাজার ৯১২ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৫ হাজার ৭৪১ জনের। এতে মৃতের সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ৯৬২ জনে ঠেকেছে।
তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪১ হাজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সুস্থতার নিরিখে সর্বোচ্চ। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ৮২ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। ।
এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৪১ হাজার ১১৮ জন মানুষ।
ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে। প্রাণহানি ৭৬ হাজার ৮২২ জনে ঠেকেছে।
সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই প্রায় ৩৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ২৫ হাজার ৬০৯।
রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে ৪১ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ৬১৫ জন।
সংক্রমণে যুক্তরাজ্য, স্পেনের পর মেক্সিকোকেও ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে করোনা হানা দিয়েছে ৩ লাখ ২৪ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৯ জনের।
চিলিতেও সংক্রমণ ৩ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৭ হাজার ২৯০ জনের প্রাণ কেড়েছে করোনা।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ২৪ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সাড়ে ৩৭ হাজার মানুষের।
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৩ লাখ ৬ হাজার। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪১৬ জনের।
যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯২ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ১১৯ জনের।
মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ৬০৮ জনের।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৫৮ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৬ জনের।
ইতালিতে ২ লাখ ৪৪ হাজারের কাছাকাছি করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার মানুষ।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৭০ জন।
তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ১৭ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪৪০ জনের।
জার্মানিতে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫৭ জনের।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৪৯৬ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ প্রায় ৭ হাজার ভুক্তভোগী।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com