বাবুল মোল্লা ছিলো নিরহংকার, নির্লোভ পরোপকারী নেতা - তোফায়েল আহম্মেদ

মোঃ জহিরুল হক, ভোলা || ২০২২-১০-১০ ০৮:৪৪:১৯

image
ভোলার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতিসন্তান, ভোলা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই স্মরন সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। তিনি তার বক্তব্যে বলেন, বাবুল মোল্লাহ ভোলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।কারন বাবুল মোল্লাহ ছিলো নিরহংকারী ও নির্লোভী একজন সৎ পরোপকারী নেতা। সে ছিলো একজন ভালো মনের মানুষ। তোফায়েল আহমেদ আরো বলেন,বাবুলের মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর আমি তার মৃত্যু বার্ষিকী পালন করে আসছি। তিনি আরো বলেন, বাংলাস্কুল মোড়ে ওবায়দুল হক বাবুল মোল্লা নামের যে কলেজ এই কলেজটি আমার নামে করার কথা ছিলো আমি করি নাই। এই ভোলায় আমার নামে কোন প্রতিষ্টান খুজে পাবেন না। কারন আমি বাবুল কে অনেক স্নেহ করতাম তাকে আমি আওয়ামী লীগ থেকে নমিনেশন দিয়েছি কিন্তু সে আততায়ীর গুলিতে নিহত হয়।আমি তার মৃত্যুতে তখন মর্মাহত হয়েছি। আমি বাবুলের স্মৃতি ধরে রাখতে ভোলার মানুষ যাতে তাকে আজীবন মনে রাখে তাই নামে ভোলায় বিভিন্ন প্রতিষ্টান করেছি তার নামে ওবায়দুল হক বাবুল মোল্লা ব্রীজ করেছি, তার নামে ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ করেছি তার পরিবারের সার্বক্ষনিক খবরা খবর রেখেছি। বাবুল মোল্লার ছেলেরা অনেক ভদ্র নমনীয় খুব ভালো। আমি তার আত্নার মাঘফেরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নচিব করেন। সোমবার ১০ অক্টোবর ভোলা জেলা পরিষদ হল রুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণ সভা তোফায়েল আহমেদ এমপি তার বক্তব্য এই সব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবিদুল আলম এর সঞ্চালনায় স্মরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মমিন টুলু,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবিদুল আলম এর সঞ্চালনায় স্মরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মমিন টুলু,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু,জেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ড শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রমুখ। এছাড়াও উক্ত স্মরনসভায় বক্তব্য রাখেন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর শাহে আলম,জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা কৃষকলীগের সম্পাদক সহিদুল ইসলাম, জেলা তাতীলীগের আহ্বায়ক ফরমান,উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জান মনির, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল সহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরে দোয়া ও তবারক বিতরন করা হয়। অনুষ্টানটি সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু। অনুষ্ঠানে বক্তারা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার খুনীদের দ্রুত বিচারের দাবি জানান। এবং তারা আরো বলেন,আসামীদের তখন গ্রেপ্তার করা হয়েছিলো তাদের জবানবন্ধি ও আইনশৃংখলা বাহিনীর কাছে আছে। উল্লেখ্য ১৯৯৬ সালে উপ-নির্বাচনে ওবায়দুল হক বাবুল মোল্লা ভোলা সদর আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পায়। পরবর্তীতে মামলা জটিলতার কারনে ওই নির্বাচন বন্ধ হয়ে যায়। একই সালের ১০ অক্টোবর সন্ত্রাসীরা তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com