ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার; ভ্রাম্যমান আদালতের জরিমানা
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২২-১০-০৯ ১০:২০:০৪
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটকের পর ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই লক্ষাধিক মিটার অবৈধ নিষিদ্ধ জাল ও দুইটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
রোববার সকালে জেলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জরিমানা আদায় করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। এ সময় জব্দ করা হয় দুই লাখ ২০০ মিটার অবৈধ নিষিদ্ধ জাল ও দুইটি ট্রলার।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, নিষেধাজ্ঞার তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় রোববার সকালে চরফ্যাশন উপজেলার সামরাজ ও বেতুয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা হয়েছে দুইটি মাছ ধরার ট্রলার ও ২০০ মিটার জাল। জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমান আদালত বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে তাদের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় জব্দ করা হয়েছে দুই লাখ মিটার কারেন্ট জাল।
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357