ফরিদপুরের নগরকান্দায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুন
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-১০-০৮ ০৩:৩৩:০০
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ে জামাই চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাশুড়ি রহিমা বেগমকে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিলে শাশুড়ী রহিমা বেগম ঘরের বাহির হয়। পূর্বে ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় শ্বাশুড়িকে। এসময় চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে মেয়ে জামাই ইউনুস পালিয়ে যায়। পরে শ্বাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে, কি কারণে এ হত্যাকান্ড তা বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357