মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২২-১০-০৪ ১১:৩২:১০
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় মাইক্রোবাসের আরোহী।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম (৪০) নামে একজন মারা যান। নিহতের ভাই মশিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম মানিকগঞ্জ জেলার আব্দুল হালিমের ছেলে।
এর আগে সোমবার (০৩ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন (৪৫) এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫)।
এছাড়া আহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের মশিউর রহমানের দুই ছেলে নাফি (৬) ও সাফি (৪), একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুর গ্রামের ওহেদুলের ছেলে নুরুল (৩০), একই থানার রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫) ও ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ১৫ জন আরোহী নিয়ে একটি বিয়ের মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি ওভার ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও ৭ জন। আহতদের মধ্যে আজকে আরও একজনের মৃত্যু হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357