চাকুরীতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২২-০৯-২৭ ১৩:৪০:৫১
নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকুরীর আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরন ও বৈষম্যমূলক ব্যাকডেট পদ্ধতির প্রতিবাদে মানববন্ধন করেছে ৩৫ প্রত্যাশী যুব প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন আসাদুজ্জামান আসাদ,রুহুল আমিন,জিল্লুর রহমান,আরিফ,কবিতা,জুবায়ের,সালাউদ্দিন,কিশোর প্রমুখ। বক্তারা বলেন উচ্চ শিক্ষিত যুব সমাজ গত এক যুগ ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবী জানিয়ে আসছে। ২০১৮ সালে আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে চাকুরীতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার করা হয়। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। কোভিড-১৯ সকল বয়সী শিক্ষার্থীদের জীবন থেকে ২ বছর কেড়ে নেয়ায় চাকুরী প্রত্যাশী উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা দাড়িয়েছে ৫ লাখ। তাছাড়া জাতীয় যুব নীতিতে যুবকের সংজ্ঞায় ১৮ থেকে ৩৫ বছর বলা হচ্ছে। আবার এখানে ৩০ বছরে আটকে দেয়া হচ্ছে। সবকিছু বিবেচনায় চাকুরীর আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবী জানান শিক্ষার্থীরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357