মেঘ বলে - আল্লাহ জানেন হত্যার বিচার পাবো কি না!
নিজস্ব প্রতিবেদক ||
২০২২-০৯-২৭ ০৮:২১:১৩
এই নিয়ে ৯২ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার রায়ের কার্য্যক্রম। বাবা- মায়ের হত্যার বিচারের রায় নিয়ে ঘরে ফেরা হলো না মেঘের। মেঘের মতে এদেশের আইনি প্রক্রিয়া খুবই ধীর। দশ বছরে জট খুলতে পারেনি এই চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি হত্যার।
শৈশব পেরিয়ে মেঘ এখন কৈশোরে পা দিয়েছে। তার চোখে মুখে এখনো সেই ভয়াল কালো রাতের বিভীষিকা স্পষ্ট। নিহত সাগর - রুনির একমাত্র সন্তান মেঘ।আইন -আদালতের মার প্যাচ বুঝে উঠার বয়স হয় নি এখনো তার। জীবন তার শৈশব কেড়ে নিলেও পড়াশোনা আর ক্রিকেট কে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে মেঘ আগামীর পথে। ক্রিকেটার সাকিব আল হাসান তার প্রিয় হলেও জেমি এন্ডারসনের মতো সুইং বলিং করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সে। দেশের জন্য খেলতে চায় জাতীয় দলে।
ইউএসএ থেকে পাওয়া ডিএনএ টেস্ট রিপোর্ট র্যাবের পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানা যায়। বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে নানাভাবে প্রতিবাদ করে নেওয়া হয়েছে মানব বন্ধন সহ নানা কর্মসূচী। কিন্তু কোন অদৃশ্য অজানা শক্তির কাছে কোন কিছুই ধোপে টেকেনি। সাংবাদিক নেতৃবৃন্দ সহ মেঘের পরিবার কোন অশুভ শক্তির কাছে পরাজিত হচ্ছেন বারংবার।
৭২ দিনের মাথায় বাদীর অনুমতি ছাড়া ই পত্রিকা দেখে জনস্বার্থে এড. মঞ্জুর মোর্শেদ হাই কোর্টে রিট করেন। যার ফলশ্রুতিতে মামলা টি ডিবি থেকে র্যাবের কাছে বদলি হয়।
অন্যদিকে এ.কে.এম শহীদুল হক (সাবেক পরিদর্শক বাংলাদেশ পুলিশ)(ঢাকা মহানগর সাবেক পুলিশ কমিশনার) সেই সময় এডিশনাল আইজি ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানান,তিনি সশরীরে হত্যাস্থান পরিদর্শন করেন।তিনি বলেন সাংবাদিকদের মনের মাধুরী মেশানো নানা রিপোর্টে পুলিশ তদন্ত করতে বিভ্রান্ত হয়েছে।এরপরই মামলা র্যাবের কাছে বদলি হয়(সূত্র -ইনডিপেন্ডেন্ট নিউজ)।
নিহত সাংবাদিক রুনীর ভাই নওশের আলম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলাটির বিষয়ে উদাসীন।
মেঘের নীরব আকুতি বারবার কোট প্রাঙ্গনে ডুকরে কাঁদছিলো। মেঘের মতে - "আল্লাহ জানেন,আমরা এই হত্যার বিচার পাবো কি না জানিনা। "
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357