বান্দরবানে ২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২২-০৯-২৫ ০৯:১৯:৩৭
বান্দরবানে ২বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শফিউল আলম (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লক্ষ এক টাকা অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ।
রবিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে বান্দরবানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ প্রদান করেন।
এসময় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড,এক লক্ষ এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সুত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী বান্দরবানের বালাঘাটা বাজারে ভিকটিমের পিতা আসামীকে তার শিশু কণ্যাকে বাড়ীতে দিয়ে আসার অনুরোধ করলে আসামী শিশুটিকে বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে ঘটনাটি জানাজানি হলে শফিউল আলমকে আসামী করে ভিকটিমের পিতা বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে দীর্ঘ যাচাই বাচাই আর ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড,এক লক্ষ এক টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার ও আইনজীবি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357