দিনাজপুরে মোবাইল চুরির অপবাদে এক যুবককে খুঁটির সাথে বেঁধে হাত-পা থেতলে দিয়েছে, গ্রেফতার ২

সুলতান মাহমুদ, দিনাজপুর || ২০২২-০৯-২২ ০৮:৫২:৪০

image
দিনাজপুর সদরের কসবায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মোঃ সবুজ ( ৪০) কে ফাঁকা দোকান ঘরের খুঁটির সাথে হাত-পা বেঁধে লোহার রড, লাঠি , বৈদ্যুতিক তার ও লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে তা মোবাইলে ভিডিও করে ফেসবুক সহ ইউটিউবে ভাইরাল করার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ দুইজনকে আটকের সংবাদ নিশ্চিত করেন বলেন আটককৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতরা হলো দিনাজপুর পৌর এলাকার খামার ঝাড়বাড়ী কসবা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মুজিবুর রহমান (৪৫)। একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহজাহান আলম (৩৬)। ভিকটিম মোহাম্মদ সবুজের মামি লাকি বেগম বাদী কোতোয়ালি থানায় মামলা করেন, তিনি লিখিত এজাহারে উল্লেখ করেন তার ভাগিনা সবুজকে পুলহাট ট্রাক দালাল অফিস হইতে ফুসলাইয়া ট্রাক্টর চালক সবুজকে একই এলাকার মজিবর রহমান, জুয়েল , শাহজাহান সহ আরো অজ্ঞাত ৪/৫ ফুসলাইয়া গত মঙ্গলবার দিন গত রাতে কসবা আলমের মোড় বিবাদীর দোকান ঘরে আটকাইয়া লোহার রোড লাঠি বৈদ্যুতিক তার লোহার হাতুড়ি দিয়ে দুই হাত ও দুই পায়ের হাঁটুতে এলোপাথায় ভাবে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। হাত মসকে ও থেতলানো জখম করে এই ঘটনাকে তারাই মোবাইলে ধারণ করে বিভিন্ন ফেসবুকে ভাইরাল করে। ঘটনার পর আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে গুরুতর আহত অবস্থায় সবুজকে ফেলে পালিয়ে যায় বিবাদীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত সবুজকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত সবুজ বলেন মোবাইল চুরির অপরাধে এক ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য তারা নির্দেশ দিলে আমি সেই মোবাইল চোরকে ধরতে ব্যর্থ হইলে তারা আমাকে ওই মোবাইল চোর ধরতে না পারার অপরাধে দোকান ঘরের খুঁটির সাথে উল্টো মুরো দিয়ে বেঁধে বেদম ভাবে আমাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। বর্তমানে আমি ব্যথায় কাতরে কাতরাচ্ছি চিকিৎসার জন্য এসে অর্থের অভাবে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছি চিকিৎসার জন্য সুব্যবস্থাও করতে পারছি না আমার অসহায় পরিবার। গুরুতর আহত সবুজ এর মা সুফিয়া বেগম কান্না জনিত কন্ঠে বলেন কি অপরাধে আমার ছেলেকে এমনভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। তার চিকিৎসার খরচ করার মতো কোনো সামর্থ্য আমার নেই। আমি কার কাছে আমার এই ছেলের চিকিৎসার সাহায্য চাইবো। আমার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি আমার এই ছেলে। ২ দিন ধরে হাসপাতালে বারান্দার ফ্লোরে কাতরাচ্ছি অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছি না। আমার এই ছেলেকে যারা বিনা অপরাধে এমন ভাবে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন উক্ত ঘটনায় খবর পাওয়ার তাৎক্ষণিকভাবেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। আরো আসামিদেরকে গ্রেফতারের জন্য পুলিশ ও অভিযান চালাচ্ছে। এইভাবে অসহায় যুবকটিকে যারা পিটিয়ে আহত করেছে তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com