আশুলিয়ায় বেড়াতে এসে খুনের শিকার কথিত দাদার পরিচয় সনাক্ত
জসিম উদ্দিন বিজয়, সাভার ||
২০২২-০৯-২০ ২০:৫৭:২৩
গ্রাম থেকে বেড়াতে আসা কথিত দাদাকে খুন করে ঘরে ফেলে পালিয়ে যায় আশুলিয়ার এক দম্পতি। লাশ উদ্ধারের একদিন পরে নিহতের পরিচয় উদঘাটন করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টায় নিহতের পরিচয় নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। আজ রাতেই নিহতের বড় ভাই বাদী আশুলিয়া থানা অভিযুক্ত দম্পতি আসামী করে মামলা দায়ের করেছেন।
নিহত হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার গোবিন্দপুর সাথিয়ান গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে মোঃ উজির আলী (৪৮)। গ্রামে তার মুদির দোকান ছিলো। অভিযুক্ত দম্পতি একই গ্রামের। পাড়া প্রতিবেশি হিসেবে উজির আলী দাদা বলে ডাকতো তারা। অভিযুক্তের নাম টুটুল হলেও আশুলিয়ায় সে সবুজ নামে পরিচিত ছিল। সে একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তার স্ত্রীর নাম জেসমিন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
নিহতের বড় ভাই নাজির আলী বলেন, ২০ থেকে ২৫ দিন আগে আমার ভাইয়ের মোবাইল কৌশলে নিয়ে পালিয়ে ঢাকায় চলে আসে টুটুল। সেই মোবাইল ফিরিয়ে দেয়ার কথা বলে আমার ভাইকে ঢাকায় ডাকে টুটুল। গরু কেনার উদ্দেশ্যে সেদিন বাড়ি থেকে ১ থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হয়েছিল আমার ভাই। পরে টুটুল মোবাইলের কথা জানালে আমার ভাই টাকা নিয়েই টুটুলের বাসায় যায়। হয়ত সেই টাকা ছিনিয়ে নিতেই আমার ভাইকে খুন করেছে টুটুল ও তার স্ত্রী।
পুলিশ পরিদর্শক(তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, আমরা নিহতের পরিচয় জানতে পেরেছি। পরিচয় নিয়ে আগে তথ্য পেলেও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদের সময় লেগেছে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে রবিবার(১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে মো. আসলামের মালিকানাধীন টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান, বাড়ির একটি কক্ষে সবুজ ও জেসমিন নামে এক দম্পতি গত ৫ মাস ধরে বসবাস করে আসছিলো। শনিবার রাতে জেসমিনের দাদা পরিচয়ে নিহত এই ব্যক্তি গ্রাম থেকে বেড়াতে আসেন। পরের দিন তাদের ঘর থেকে কোন শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা সন্দেহপ্রবণ হয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে নিহতের লাশ দেখতে পায়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357