র্যাবের অভিযানে পলাশে ৪ জন ভুয়া ডাক্তার আটক
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৯-২০ ১১:৩১:০২
পলাশে র্যাব-১১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল বাজার থেকে স্বপ মেডিকল হলের শীতল চন্দ্র দাশ, পূবালী বাজার থেকে জাকারিয়া ফার্মেসীর মোঃ কামরুজ্জামান, চরনগরদী বাজারের জাহাঙ্গীর মেডিকেলের মোঃ কাইয়ুম মিয়া ও গ্রামীন ড্রাগস থেকে মোঃ আমিনুল ইসলাম নামে চার জন ভূয়া ডাক্তার আটক করে। এ ব্যাপারে (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদর বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা হয়েছে।
র্যাব ১১ নরসিংদী এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হাসন এক প্রেস বিঞ্জপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ ডাক্তারের সনদ ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। এ সময় তাদর কাছ থেকে ০৩ টি স্টেথীস্কোপ, ০২ টি ব্যল্ডা প্রেসার মেশিন, ০১ টি নেবুলাইজার মেশিন, ০১ টি ওজন মাপার যন্ত্র, ০৫ পাতা প্রেসক্রিপশন, ৪২টি ভিজিটিং কার্ড, ৩৬ টি প্রেসক্রিপশন প্যাড, ০১ টি থার্মোমিটার, ০৩ টি মোবাইল, ০৪ টি সীমকার্ড ও রোগি দেখার নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদর নিকট বিএমডিসি/বিডিএস কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমিক কোন সার্টিফিকেট নাই। তারা চেম্বার পরিচালনা করে দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করছিল। তাদের কারও কারও কাছে এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট রয়েছে। তারা একাডেমিক সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার না হয়েও ডাক্তার নামীয় চিকিৎসা প্যাড/প্রেসক্রিপশন ব্যবহার করে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে রোগীদর সাথে প্রতারণা করে আসছিল।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357