ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে ৪ সদস্যের মনোনয়ন বাতিল

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া || ২০২২-০৯-১৮ ০৯:৫৪:৫৪

image
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বাছাইয়ে ৪ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রবিবার মনোনয়ন বাছাই সম্পন্ন হয়। তবে বাছাইয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নই বৈধ হয়েছে। তারা হচ্ছেন আওয়ামীলীগ প্রার্থী আল মামুন সরকার,স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ও আবু কালাম আজাদ। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান,ঋন খেলাপী হওয়ায়,ভোটার তালিকায় অর্ন্তভূক্তি না থাকা এবং হলফ নামা না দেয়ার কারনে সাধারন সদস্য পদের ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হচ্ছেন ৩ নং ওয়ার্ডের মো: কাউছার আলম,৪:নম্বর ওয়ার্ডের মাসুদুর রহমান এবং এ এম আকছির খান,৫ নং ওয়ার্ডের মৃনাল কান্তি চৌধুরী। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্ধিন্ধতার জন্যে মোট ৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চেয়ারম্যান পদে ৩ জন ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ৪ জনের মনোনয়ন বাতিল হওয়ায় সদস্য প্রার্থী সংখ্যা ৬২ হয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com