চাঁদপুরে ডাকাতি মামলায় ইউনিয়ন আ'লীগ সেক্রেটারি আটক
শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর ||
২০২২-০৯-১৭ ১০:২৮:২৬
চাঁদপুরে ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে আটক করা হয়েছে। হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার কে শনিবার মতলব উত্তরে আটক করে পুলিশ। দুপুরে তাকে আটক করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি জানায়, মামলার অন্যতম আসামী সোহাগ বেপারীর স্বীকারোক্তিতে মোট ৮/১০ এর মধ্যে ৪র্থ আসামী সালাহউদ্দীনকে আটক করা হয়েছে। আটক সালাহ উদ্দীন হাইমচরের কামাল সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
এসব তথ্য জানিয়ে চাঁদপুর মোহনপুর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বালা ‘সাংবাদিকদের বলেন, সালাহউদ্দিন সরদার কে ডাকাতি মামলায় আটক করা হয়েছে। তাকে আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করবো।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357