বন্ধ কারখানায় খুলে দেয়ার দাবিতে শ্রমিক কর্মসূচী
জসিম উদ্দিন বিজয়, সাভার ||
২০২২-০৯-১৬ ১১:৩৫:০৯
সাভারে বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ভুক্তভোগী শ্রমিকরা।
শুক্রবার (১৬ ই সেপ্টেম্বর) সকালে সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে সাভারের বিরুলিয়ায় ড্রেস আপ লিমিটেডের শ্রমিকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ঢাকা-আরিচা মহাসড়েকর সাভার বাসস্ট্যান্ড থেকে পকিজা নীট কম্পজিট কারখানা পর্যন্ত ঘুরে আবার বাস্ট্যান্ডে এসে শেষ হয়।
কারখানার শ্রমিক কবির হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচীতে শতাধিক শ্রমিক অংশ নেন।
কর্মসূচীতে অংশ নিয়ে কারখানার ফিনিশিং সেকশনে কাজ করা ভুক্তভোগী শ্রমিক লিটন বলেন, ১০ই সেপ্টেম্বরে বেআইনি ভাবে আমাদের কারখানা বন্ধ ঘোষণা করেন। আমাদের এখানে প্রায় দুই শতাধিক শ্রমিক রয়েছে। কিছু শ্রমিকের বেতন পরিশোধ করলেও অনেকের বেতন বকেয়া আছে। বিভিন্ন সময় কারখানা কর্তৃপক্ষ অনেক শ্রমিককে ছাটাই করেছে।
তারা আরও বলেন, আমরা শ্রমিকরা কর্ম হারিয়ে দিশাহারা অন্যথায় আগামী ১৮ই সেপ্টেম্বর কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরের প্রধান কার্যলয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডা, মিজানুর রহমান মিজান, মোঃ কামরুল ইসলাম মৃধা আলমগীর শেখ লালন।
উপস্থিত শ্রমিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কারখানা খুলে দেয়াসহ শ্রমিকদের বকেয়া বেতনে পরিশোরে দাবী জানান।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মুরাদ হাসান বলেন, কারখানায় কাজ নেই, কাঁচামাল নেই। আবার শ্রমিকরা অবৈধ আন্দোলন ও হামাল-ভাঙ্গচুর করেছে কারখানায়। বাধ্য হয়ে কারখানাটি বন্ধ করতে হয়েছে। তবে কাজের অনুকুল পরিবেশ সৃষ্টি হলে দ্রুতই কারাখানা চালু করা হবে। এছাড়া ১০ সেপ্টেম্বর সকল শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। তারা না বুঝে অন্যায়ভাবে আন্দোলন করছেন।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357