সিরাজগঞ্জে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২২-০৯-১২ ১২:৪৮:১৬
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার
(ভূমি) এস এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ।
এসময় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা,
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন শেখ,ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের সামাজিক-সম্প্রীতি পরিবার থেকে গড়তে হবে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নিরসন করতে হবে। একই সাথে সন্তানদের নৈতিক শিক্ষা দেয়া, অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বিষয় পরিহার করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সে বিষয়ে আরো সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র বিরোধী কার্যকলাপসহ উস্কানিমুলক বিষয় তুলে ধরে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আগামী দুর্গাপূজাসহ সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে লক্ষ্যে কমিটির সকল দায়িত্বশীল কাজ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দিরসহ ধর্মীয় উপসানালয়ে এ বিষয়ে সচেতন করতে সবার প্রতি আহবান জানানো হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357