দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজুরে আক্রান্ত হয়ে একজন ভর্তি
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২২-০৯-১২ ০৫:৫৯:৪০
দিনাজপুর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে একজন পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছে।
এ পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে চলতি বছরে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করে বাড়িতে ফেরত গিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার দিনগত রাতে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা অনেকটা সুস্থ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত দুজন ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি হয়েছিলেন একজন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন বর্তমানে একজন রোগী রয়েছেন।
যে সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা সবাই ঢাকা ফেরত বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভাই সাহাবুল ইসলাম বলেন, গত ১৫ দিন আগে আমার ভাই রাশেদুল ইসলাম ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। যাওয়ার চার দিন পর সে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আসেন। পরে স্থানীয় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরীক্ষা করার পর সে ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে গত শনিবার দিনগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা অনেকটা সুস্থ তবে শারীরিকভাবে এসে অনেক দুর্বল।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের নার্স ইনচার্জ নাজমা আক্তার বলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিটে বর্তমানে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে মশারির মধ্যে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আগের তুলনায় অনেকটাই সুস্থ। সমস্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে তারা ঢাকা ফেরত বলে আমরা জানতে পেরেছি।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার নবিউল ইসলাম, বলেন আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে আগে থেকেই ডেঙ্গু ওয়ার্ড তৈরি করা হয়েছিল। কোন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলে তাকে আলাদা ইউনিটে রেখেই চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তার অবস্থা আগের তুলনায় অনেক সুস্থ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357