ব্রাহ্মণবাড়িয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী
মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া ||
২০২২-০৯-১২ ০১:২৮:২২
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতী পালন করছে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করেন। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কাবিখা, কাবিটা, টিআর, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, মুজিব বর্ষের গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। অথচ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সৃষ্টির পর থেকে প্রথম যে জনবল ছিল এখনো পর্যন্ত সে জনবলই আছে। যার কারণে আমাদের পদবী এখানো উন্নয়ন করা হয়নি। দুযোর্গ বিভাগের যোগউপযুগী করা জন্যই আমাদের এই আন্দোলন। আমরা বিশ্বাস করি যদি আমাদের জনবল বৃদ্ধি করা হয় তাহলে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরো এগিয়ে যাবে।আগামী ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার কথা বলেন তারা।
আমাদের দাবি গুলো হচ্ছে,দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতী/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পুরণ করা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357