চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ গাজী
শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর ||
২০২২-০৯-১১ ১১:০৪:৩১
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মো. ইউসুফ গাজী। এর আগে চাঁদপুর থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন ৭জন।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ইউসুফ গাজীকে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করা হয়। রাতে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি ৬০ জেলা পরিষদের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
গত ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে চলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় ফরম বিতরণ।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসক ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সহ-সভাপতি মনজুর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইউসুফ গাজী চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, চাঁদপুর সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দেয়ায় তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357