বীরগঞ্জে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে নারী-শিশুসহ ৫জন দগ্ধ
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২২-০৯-১১ ১১:০০:২৮
দিনাজপুর বীরগঞ্জ গাড়ীতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় অগ্নিকান্ডে নারী-শিশুসহ ৫জন দগ্ধ হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল (৩৫), আহত জাহিদুলের ছেলে মোঃ জয় (১৩), মোঃ বেলাল হোসেনের স্ত্রী মোছাঃ শাহানা (৩৫), মেয়ে লামিয়া খাতুন (২) এবং মোঃ মাইন উদ্দিনের ছেলে মোঃ সাইদুর (৫)। অবস্থার অবনতি হলে মোঃ জয় এবং মোঃ সাইদুর কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মরহুম গাদোল ড্রাইভারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী জানান, নিজ বাড়ীতে বসে গাড়ীতে ব্যবহৃত বড় এলপিজি গ্যাস সিলিন্ডার হতে রান্নার কাজে ব্যবহৃত ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করছিলেন বীরগঞ্জ পৌর শহরের সেন্টারপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল। এ সময় সিলিন্ডারে আগুন লেগে গেলে তিনি সহ পরিবারের এবং প্রতিবেশি নারী ও শিশুসহ ৫জন অগ্নিদগ্ধ হন। সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের একদল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দে মুকিত সৌরভ জানান, ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ ৫জনকে হাসাপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে মোঃ জয় এবং মোঃ সাইদুর কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধ হয়ে যারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে। চিকিৎসা প্রদান করা হচ্ছে আশা করি দুই একদিনের মধ্যেই তারা বাড়ি যেতে পারবেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357