পবিপ্রবিতে কৃষিগুচ্ছভুক্ত স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী || ২০২২-০৯-১০ ১০:৫৮:৫৮

image
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) কৃষিগুচ্ছভুক্ত স্নাতক ২০২১-২২, ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ (১০শে সেপ্টেম্বর ) দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি ৭টি কেন্দ্রে ৪২৩ টি সিটের বিপরীতে ৪০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতি ১ আসনের বিপরীতে ৯ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পটুয়াখালীর একমাত্র কেন্দ্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।আজকের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । সকাল ১১টা ৩০ থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছে ১২ টা ৩০ । ভর্তি পরীক্ষা শুরু হলে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত হলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com