কামারখন্দে সার পেয়ে খুশি কৃষকেরা
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ ||
২০২২-০৯-০৭ ১০:৫০:১১
দেশের বিভিন্ন স্থানে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও।কামারখন্দে উপজেলার কোথাও ইউরিয়া সার সহ অন্যান্য নন ইউরিয়া সারের কোন ঘাটতি দেখা যায়নি।তবে কামারখন্দে উপজেলা কৃষি বিভাগের নেয়া ত্বরিত ব্যবস্থাপনায় যখনই সারের প্রয়োজন দেখা দিয়েছে কৃষি অফিস সংশ্লিষ্ট এলাকায় গিয়ে মনিটোরিং এর মাধ্যমে স্থানীয় ডিলারদের সহযোগিতায় কৃষকদের সার প্রদান করতে দেখা গেছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলারস্থ
আকর্ষিক ভাবে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার কাটাখালী সহ বিভিন্ন বিসিআই সার ডিলার ও খুরচা বিক্রিতা দোকানে সার বিক্রয়ে কার্যক্রম মনিটরিং করেন।
ইউএনও মোছাঃ মেরিনা সুলতানা সার নিতে আসা কৃষকদের উদ্দেশ্যে বলেন,এ ধরনের গুজবে কান দিবেন না। সারের পর্যাপ্ত মজুদ আছে এবং আমরা সঠিক ভাবে মনিটরিং করছি।
উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার সাদাত জানান,চলতি মাসে এখনও ৯২ মে:টন ইউরিয়া সারের উত্তোলন বাকি। বরাদ্দ ছিল ২৮০ মে:টন। আগামীমাসে আরও ২৩০ মে:টন ইউরিয়া সারের বরাদ্দ পাওয়া যাবে। প্রতিটি ডিলারদের সাথে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা সার বিক্রয়ে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছেন।ফলে প্রকৃত কৃষকরাই সার পাচ্ছেন।উপজেলায় সারের কোন সংকট নেই।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357