বান্দরবানে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২২-০৯-০৬ ১০:১৯:৩৩
বান্দরবানে ‘মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস’ শীর্ষক দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ দাবা ফেডারেশন এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধানে এবং জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ লাইন্সে এই দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, মোঃ নাজিম উদ্দিন'সহ প্রমুখ ।
এই দাবা খেলায় বান্দরবান সদরের বিভিন্ন স্কুলের শিশু-কিশোরেরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধানে এবং বাংলাদেশ দাবা ফেডারেশন আবুল খায়ের গ্ৰুপের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৩ টি স্কুলের ১৭ টি দলের মোট ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডনবস্কো উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357