দিনাজপুর নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবকের বিরুদ্ধে থানায় মামলা
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২২-০৯-০৬ ০৯:৪৮:৪৭
দিনাজপুর নবাবগঞ্জে ২৭ বছরের এক গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ভিকটিম নিজে থানায় উপস্থিত হয়ে ধর্ষক হানিফ রায়হানের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা দায়ের করেছেন নবাবগঞ্জ থানায়।
আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়ালিদ ধর্ষণ মামলার সত্যতা স্বীকার করেন।
গত সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ২.৫০ টায় উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর অফিসপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ, গ্রামবাসী ও মামলা সুত্রে জানা যায়,
২৭ বছর বয়সী ওই গৃহবধূ তার নিজ বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেলে। একই গ্রামের মোঃ আখতার মিয়ার ছেলে মোঃ হানিফ রায়হান তাকে পিছন থেকে জরিয়ে ধরে জোরপূর্বক ওই জমিতে থাকা ঝোপের মধ্যে নিয়ে যায়। এসময় ওই গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে ধর্ষক তার মুখ চেপে ধরে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঝোপের মধ্যে জোরপূর্বক তাকে মাটিতে সুয়ে। তার পরনে থাকা সেলোয়ার টানা হেচরা করে খুলে ফেলে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের এক পর্যায়ে ওই গৃহবধূ চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে ধর্ষক হানিফ রায়হান তাকে ছেড়ে দেয়ে দৌড়ে পালাই যায়।
হানিফ রায়হান (২৫) উপজেলার হরিনাথপুর অফিস পাড়া গ্রামের মোঃ আখতার মিয়ার ছেলে।
এবিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজে থানয় উপস্থিত হয়ে ধর্ষনকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করতে অভিযান অব্যাহিত রয়েছে। ভিকটিমকে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সি মেডিকেল টেস্ট করার জন্য পাঠানো হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357