সাভারে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
জসিম উদ্দিন বিজয়, সাভার ||
২০২২-০৯-০৬ ০৯:৪৪:২৭
সাভারে সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি জব্দ করা হয়। পুলিশের ধারণা, গভীর রাতে চালককে ছুরিকাঘাত করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরে ঝাউচরের শাখা সড়কের পাশে থেকে নাছির নামে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাছির হোসেন (৩৫) সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি খুলনা জেলার বাগেরহাট থানার আইয়ুব আলীর ছেলে।
নিহতের স্ত্রী লাভলী বেগম বলেন, গতকাল সন্ধ্যায় তার স্বামী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু অনেক রাত হলেও সে আর ফেরেনি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। পরে আজ ভোরে পুলিশ তাকে ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানায়।
সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানাড়ি ফাঁড়ির এস আই জাহিদ হাসান বলেন, সকালে সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখে ৯৯৯-এ কল করেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গলাকাটা ও পেটে ছুরিকাঘাত হত্যার পর ফেলে রেখে যাওয়া হয়েছে বলে জানতে পারি। মরদেহের প্যান্টের পকেটে থাকা মুঠোফোন থেকে তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারি, তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ওই চালককে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনা হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357