পুঠিয়ায় ফাস্ট সিরাপ মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে
সাজেদুর রহমান, পুঠিয়া (রাজশাহী) ||
২০২২-০৯-০৫ ১০:২৮:৫৬
রাজশাহীর পুঠিয়ায় ফাস্ট সিরাপ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।
খোঁজনিয়ে জানাগেছে, পুঠিয়া উপজেলা সদরসহ বানেশ্বর বাজার, ঝলমলিয়া বাজার ছাড়াও উপজেলার বিভিন্ন ছোট বড় বাজরের ফার্মেসিতে ফাস্ট সিরাপের মোড়কের গায়ে লেখা ২০টাকা ৬৯ পয়সা থাকলে ফর্মেসির মালিকেরা ৩২টাকা দাম ধরছেন।
গত কয়েক দিন থেকে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ ধরনের ব্যবসা করায় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে।
তবে বর্তমানে ফাস্ট সিরাপের মূল্য ৩৫ টাকা করা হয়েছে বলে আগের দামে কেনা সিরাপটি বেশি লাভের আশায় অনেকেই এ ধরনের কাজ করছেন। ক্রেতারা সিরাপটি ৩২ টাকার মূল্য নেওয়ার জন্য রশিদ চাইলে তখন তারা বর্তমানের ৩৫ টাকার মূল্যের সিরাপটি ধরিয়ে দিচ্ছেন।
উপজেলার মাড়িয়া গ্রামের মৃত ভোগলের ছেলে আজিজুল ইসলাম ও একই গ্রামের মুনছুরের ছেলে মানিক অভিযোগ করে বলেন, কয়েক দিন আগেই আমরা এই ফাস্ট সিরাপটি ২০ টাকায় কিনেছি। এখন তার দাম ৩২ টাকা নিচ্ছে ফার্মেসির মালিকেরা।
৩২টাকার রশিদ চাইলে তারা রশিদ না দিয়ে আমাদেরকে ৩৫ টাকা মূল্যের সিরাপটি ধরিয়ে দিচ্ছেন। এ বিষয়ে পুঠিয়া উপজেলা একমি কোম্পনির বিক্রয় প্রতিনিধি আজাদ জানান, আমাদের ফাস্ট সিরাপের মূল্য ২০ টাকা থেকে বর্তমানে ৩৫ টাকা করা হয়েছে। তবে পূর্বের দামে সিরাপগুলো পূর্বের নিদ্ধারিত মূল্যের বিক্রি করার কথা রয়েছে।
বর্তমানে যে কোম্পনির নির্ধারিত মূল্যে ফাস্ট সিরাপটি ফার্মেসিতে দেওয়া হচ্ছে তা এখনকার নিদ্ধারিত মূল্যে তারা বিক্রয় করবে বলে তিনি জানান।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357