নেপালে চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের সিনেমা
নিজস্ব প্রতিবেদক ||
২০২২-০৯-০৩ ১২:৪৪:৪১
চতুর্থ নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ক্যাটাগরিতে অফিসিয়াল সিলেকশন হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ডাম্ব’।এর গল্প, চিত্রনাট্য,সিনেমাটোগ্রাফি ও পরিচালনা করেছেন শাহারিয়ার চয়ন।ড্রিম মেকিং প্রোডাকশনের ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য এ সিনেমায় অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন সিমা,শান্ত,আতিকুর রহমান লাকি,নরুল আমিন মধু। নির্মাতা শাহারিয়ার চয়ন জানান, ৩৪টি দেশের ৭২টি ফিল্ম প্রদর্শিত হবে এই চলচ্চিত্র উৎসবে। এরমধ্যে ১৫ টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। আগামী ৮ ডিসেম্বর উৎসবটি শুরু হবে। চতুর্থ মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভাল ছাড়াও টরেন্টো,কানাডা,‘হামিংবার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়া’,‘২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল,বাংলাদেশ’,‘গোয়াহাটি ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়া’‘সিনে মেকিং ইন্টারনাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ,‘৫ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়া’,উৎসবগুলোতেও চলচ্চিত্রটি মনোনিত হয়েছে। এ সম্পর্কে শাহারিয়ার চয়ন বলেন, 'এর আগেও আমার এই চলচ্চিত্রটি বেশ কিছু উৎসবের জন্য মনোনীত হয়েছে। আমি খুব আনন্দিত। বিশ্বের অনেক দেশের চলচ্চিত্রের সঙ্গে আমার চলচ্চিত্রটি প্রতিযোগিতা করবে।’
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357