শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি আইনে : শিক্ষামন্ত্রী
শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর ||
২০২২-০৯-০২ ১৪:০৭:৩৮
প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, কোচিং দরকার হয়। দেশী-বিদেশী বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেগুলোর জন্য প্রস্তুতির দরকার হয়। আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। অনেক সময় সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে নজর দেয়া সম্ভব হয় না এবং তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। অনেকেরই আবার বাবা-মা হয়তো কর্মজীবী তাই বাড়িতে সেই সহযোগিতাটুকু দেয়ার মতো কেউ থাকেন না। সেক্ষেত্রে কখনো কখনো কোচিংয়ের দরকার হতে পারে। কিন্তু আমরা তার বিকল্প হিসেবেও প্রতিষ্ঠানভিত্তিক তথা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি আইনে। একই সঙ্গে যেটি অনৈতিক, যে কেউ নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীকে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে। সেখানে না পড়লে তাকে ফেইল করিয়ে দেয় অথবা কম নম্বর দেয়া হয়। এ অংশটুকু একেবারেই অনৈতিক। এটি নিষিদ্ধ করা হয়েছে। কোন শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক আকরাম খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমানসহ অনেকে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357