পটুয়াখালীতে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেয়ায় থানায় জিডি
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী ||
২০২২-০৮-২৯ ০৮:৩৮:৫৮
দৈনিক গণজাগরণ সংবাদপত্রের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকি-এর অর্থ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেনকে প্রাণ নাশের হুমকির দেয়ার ঘটনায় দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরি নং ১০৭৫। রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেসক্লাব দুমকির জসিম উদ্দিন সুমন ও সাধারন সম্পাদক মজিবর রহমান জানান, গত ২৬ আগষ্ট জমিজমা সংক্রান্ত বিরোধের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার সাংবাদিক দেলোয়ার হোসেনকে প্রাণ নাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে প্রেসক্লাব দুমকীর এক জরুরী সভা আহবান করে অভিযুক্ত সবুজ সিকদারের উপযুক্ত শাস্তির দাবীতে সোমবার (২৯ আগস্ট) মানব বন্ধন ও উপজেলা নির্বাহী কর্মতার কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে কর্মসুচি ঘোষনা করা হয়েছে।
সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, “গত ২৬ আগষ্ট উপজেলার চরবয়ড়া গ্রামের কামাল শরীফ(৫৫) নামের এক কৃষক তার জমি জোর দখল করে চাষ করার প্রতিবাদে প্রেসক্লাব দুমকির হল রুমে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে মকবুল শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে একজন সংবাদকর্মী হিসেবে উপস্থিত থাকায় প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে মুরাদিয়া বোর্ড অফিস বাজার ব্রীজের পশ্চিম পাড়ে গাড়ি থেকে নামার সাথে সাথে আগে থেকেই ওৎ পেতে থাকা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সহ ৪/৫জন আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় সংবাদ সম্মেলনের নিউজ না করার জন্য হুমকি দিয়ে সবুজ শিকদার বলেন, এ নিউজ ছাপা হলে জানে মেরে ফেলবো, তোর কোনো বাপ নাই যে রক্ষা করবে। তাই নিজের জীবন রক্ষায় দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করেছি।”
এ বিষয়ে সবুজ সিকদার নিজেকে নির্দোষ দাবী করে সাংবাদিকদের বলেন, প্রাণ নাশের হুমকি অসত্য, তবে দেলোয়ার হোসেনের সাথে কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয়ে কি ব্যাবস্থা গ্রহন করা হয়েছে তা জানার জন্য দুমকি থানার ওসি আব্দুস সালামের অফিসিয়াল মোবাইল ফোন ০১৩২০১৫৫২৮৫ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357