বোরহানউদ্দিন -দৌলতখানকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী বানিয়েছেন তোফায়েল আহমেদ- সাবেক এমপি হাফিজ ইব্রাহীম

মোঃ জহিরুল হক, ভোলা || ২০২২-০৮-২৮ ০৯:১৩:৩০

image
বোরহানউদ্দিন -দৌলতখানকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী বানিয়েছেন তোফায়েল আহমেদ। কোম্পানীর পরিচালক তার ভাগিনা ভাতিজারা। গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভোলা - ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি আরো বলেন নিরাপত্তার অযুহাতে পুলিশের বাধার মুখে বিক্ষোভ সমাবেশে যেতে পারেনি হাফিজ ইব্রাহিম। সারাদেশে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে দলের দুজন নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা-২ আসন বোরহানউদ্দিন উপজেলায় রবিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম। বিএনপির বিক্ষোভ সমাবেশ বন্ধ করার জন্য গতকাল রাত থেকেই মাঠ দখলে রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। আজ২৮ আগস্ট রবাবার সকাল থেকে লাঠি সোটা নিয়ে বিক্ষোভ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে গতরাতেই ভোলায় আসেন সংসদ হাফিজ ইব্রাহিম। আজ সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে বোরহানউদ্দিন যাওয়ার পথে যুগিরগোল এলাকায় পুলিশের বাধার মুখে যেতে পারেনি হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি বলেন,ভোলায় চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ক্ষমতাসীন দলের এমপিদের আত্মীয় স্বজনরা এই কোম্পানির দায়িত্ব পালন করছেন। হাফিজ ইব্রাহিম বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আজ নিরাপত্তার অযুহাতে পুলিশ ও আওয়ামীলীগ বন্ধ করে দিয়েছে।আমাদের অনেক নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে আর পুলিশ নিরাপত্তার অযুহাত দিয়ে আমাদের গতিরোধ করে দিয়েছে। সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম বলেন, ইস্ট ইন্ডিয়া শাসন করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা এর জবাব দিবো ইনশাআল্লাহ। রবিবার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাফিজ ইব্রাহিম বলেন বোরহানউদ্দিন -দৌলতখানকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী বানিয়েছেন তোফায়েল আহমেদ। কোম্পানীর পরিচালক তার ভাগিনা ভাতিজারা। ভোলা -২ আসনের বর্তমান এমপি আলী আজম মুকুল এলাকায় এতটা জনপ্রিয় যে আমি এলাকায় গেলে তার ভোট শূন্য হয়ে যাবে তাই লাঠিসোঁটা নিয়ে ভোট পাহারা দিচ্ছে। তিনি বলেন আমাকে আক্রমন করতে দৌলতখান বোরহানউদ্দিনে সন্ত্রাসী মহড়া দিচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করছে। এসময় তিনি সাংবাদিকদের একটি ভিডিও চিত্রে দেখান যে আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ন সম্পাদক আবু নোমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদসহ বিএনপির সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা। এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) ইনকিলাবকে জানান প্রথমত তারা সমাবেশের কোন অনুমতি নেয় নাই, তার পরে বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কারনে পরিস্থিতি অবনতি হতে পারে যার জন্য কর্মসুচী বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com