৬০ কেজি গাঁজাসহ দুইজন আটক, শিবপুর ইটাখোলা হাইওয়ে পুলিশ
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৮-২৭ ০৯:৪৪:০২
নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ ভাতশালা এলাকার নাঈম সর্দার (২৪) ও ঢাকার পল্লবী থানার আলন্দীর টেক এলাকার বিজয় মিয়া (২৫)। ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, একটি মিনি কাভার্ড ভ্যান যোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি গাঁজার চালান ঢাকা যাচ্ছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার ও সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কাভার্ড ভ্যানটি আটক করে।
এসময় কাভার্ডভ্যানটির ভিতরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো ২২ টি প্যাকেটে ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার ও ভ্যানটি জব্দ করা হয়। এঘটনায় শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357