মাধবীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৮-২৭ ০৯:১৯:৫৮
নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, একটি চাইনিজ কোড়াল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
শনিবার (২৭ আগস্ট) ভোরে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মাধবদী এলাকার মো. মোখলেছ মিয়া (২৫), মো. সাদ্দাম হোসেন (২২), মো. রফিকুল ইসলাম (২৮), মো. জাকির হোসেন (৩০), মো. মনির হোসেন (৩৫), হাবিবুর রহমান সায়েম (২৫) এবং মো. ইউনুছ মিয়া (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, মাধবদীর মদনপুরগামী রোডে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ নিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও চাপাতিসহ মোট ৭ জনকে আটক করা হয়। আটককৃত সবাই ডাকাত দলের সদস্য। তাদের সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও একাধিক মামলা আছে এবং এই ঘটনায়ও মাধবদী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357