পলাশে স্বামী সোহেল রানার বিচারের দাবিতে রাবেয়া আক্তার সাথি নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৮-২৭ ০৩:১৮:১৬
নরসিংদী পলাশ চরসিন্দুরে স্বামী মীর ইলিয়াস সোহেল রানার বিচারের দাবিতে রাবেয়া আক্তার সাথি তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন।এসময় উপস্থিত ছিলেন তার মা, মামা এবং তার ভাই এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত সাংবাদিক সম্মেলনে রাবেয়া আক্তার সাথী জানান, স্বামী মীর ইলিয়াছ সোহেল রানার সাথে গাজীপুর শ্রীপুর মীর ইলিয়াস সোহেল এর সাথে ৫০ লক্ষ টাকা কাবিন পহেলা মার্চ ২০২১ সনে কাজির মাধ্যমে আমাদের বিয়ে হয়। বিয়ের পর হতে স্বামী সোহেল রানা আমার ভরণ পোষণ করে না আমারে বিভিন্ন রকমের শারীরিক নির্যাতন করে এবং ৩০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে। তার দাবিকৃত যৌতুকের টাকা না দিলে সে আমাকে বিভিন্ন সময় মারপিটও নির্যাতন করে আসছে এবং আমার বোন আমার মেয়েকে সে অপহরণ করে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। আমার স্বামী সোহেল রানা তিনি বিয়ের আগে জানান তার সংসারের কোন ছেলে মেয়ে নেই। পরবর্তীতে আমি খবর নিয়ে দেখি তার ছেলে মেয়ে ও স্ত্রী রয়েছে।এভাবে সে আমার সাথে প্রতারণা করেছে, তারপরও আমি স্বামীর সংসার করার জন্য বহু চেষ্টা করেছি। কিন্তু সে আমার কোন ভরণ পোষণ করেনি বরং আমার উপর সবসময় নির্যাতন করতো।সামাজিকভাবে তার সাথে বিরোধ নিষ্পত্তি করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি নরসিংদী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করি। এরপর হতে সোহেল রানা আরো বেপোয়ারা হয়ে গেছে।সে আমাকে এবং আমার মা ও পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার ভয়ে আমি সবসময় আতঙ্কিত থাকি কখন জানি সে আমার কি ক্ষতি করে ফেলে। সে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপকথাবার্তা এবং অপপ্রচার চালাচ্ছে ।আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর আমার আগামী মাসের ৭/৯/২২ইং তারিখের আমার নরসিংদী কোর্টে হাজিরা রয়েছে এর আগে আমার যদি কোন কিছু হয় তাহলে এর জন্য দায়ী আমার স্বামী সোহেল রানা ।আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আইন প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357