নরসিংদীতে অস্ত্র-গুলিসহ টেঁটা সন্ত্রাসী হবি গ্রেফতার
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৮-২১ ১০:২৯:৪৫
র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ টেঁটা সন্ত্রাসী বোমারু মোঃ হাবিবুর রহমান ওরফে হবি(৪০)কে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। শনিবার (২০ আগস্ট) ভোরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘোড়াদিয়া (গাবতলী গ্রীণ রোড) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান (এলজি), চার রাউন্ড শটগানের কার্তুজ, একটি মোবাইল ও দুটি সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমান হবি রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের শমসের আলীর পুত্র।
তার বিরুদ্ধে রায়পুরা থানায় ৩ টি হত্যা ও ৪ টি বিস্ফোরকসহ টেঁটা যুদ্ধের মোট ৭ টি মামলা রয়েছে।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার, অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোঃ হাবিবুর রহমান হবি একজন কুখ্যাত টেঁটা যোদ্ধা। সে রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে টেঁটা লড়াইয়ে নেতৃত্ব দেন।
সে অন্যদের কাছে টেঁটা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করে জনমনে ভীতি সঞ্চার করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে নরসিংদীর সদর থানার চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোড়াদিয়া (গাবতলী গ্রীণ রোড) তার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357