ভোলায় নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্বির প্রতিবাদে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল
মোঃ জহিরুল হক, ভোলা ||
২০২২-০৮-২০ ১০:৩০:৪৩
ভোলায় নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বৃদ্ধি ও লঞ্চ ভাড়া বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে ভোলায় বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে বিডিএস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকালে ভোলা শহরের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন শেষে কালো পতাকা মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নাই আয়ের সাথে ব্যয়ের হিসেবে মিলাতে পারছে না সাধারণ মানুষ অথচ আমাদের দেশের এক মন্ত্রী বলেন মানুষ আজ বেহেশতে আছে।দেশের মানুষ বাচতে চায়, শান্তি চায়। নিয়ন্ত্রহীন বাজারের কারনে মানুষ আজ দিশেহারা।
বক্তারা আরো বলেন ভোলার মানুষের একমাত্র যোগাযোগের ব্যবস্থা লঞ্চ, সরকার হঠাৎ করে সেই লঞ্চের ভাড়া ও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অতিদ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার দাবী জানান বক্তারা।
বিডিএসের সভাপতি সোলাইমান মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সুজনের সভাপতি মোবাশ্বিরুল উল্লাহ্ চৌধুরী, এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, বিডিএস এর উপদেষ্টা কবির হোসেন, নিরাপদ চিকিৎসা চাই শাখার ভোলা জেলার সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন।
আরো উপস্থিত ছিলেন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার জিলন, বিডিএস এর ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন প্রমুখ।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357