বান্দরবানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত
মিঠুন দাশ, বান্দরবান ||
২০২২-০৮-১৯ ১০:৪৭:০০
নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে থাকছে দুই দিন ব্যাপী নানান অনুষ্ঠানমালা।
এই উপলক্ষে শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ৯ টায় বেলুন উড়িয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শোভাযাত্রাটি স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নানা রং এ বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
এসময় শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী সন্জয়।
আগামী ২০ আগষ্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুত, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357