পাটগ্রামে ৬১ বিজিবি'র বিনামূল্যে খাদ্য বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট || ২০২২-০৮-১৫ ১১:২৭:০৮

image
জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ৬১ ব্যাটালিয়ন অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন। সোমবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজিরগোমানি বিওপিতে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের করে বিজিবি’র তিস্তা ৬১ ব্যাটালিয়ন -২। এছাড়াও উপজেলার কাশিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করে তিস্তা ব্যাটালিয়ন- ২ (৬১ বিজিবি)। কর্মসূচির উদ্বোধন করেন লে. কর্ণেল. মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি, অধিনায়ক, বিজিবি তিস্তা ৬১ ব্যাটালিয়ন -২। এসময় তিস্তা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. নুরউদ্দিন খান, নাজিরগোমানি বিওপির কমান্ডার ও পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com