সাংবাদিকের উপর হামলা; প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন
আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট ||
২০২২-০৮-১৪ ১০:৪২:৩৮
লালমনিরহাট সদর ও হাতীবান্ধায় পৃথক পৃথকভাবে ৫ জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ আগষ্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে প্রেসক্লাব হাতীবান্ধার আয়োজনে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগীতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি সফিউল আলম লাবু, সম্পাদক আজিজুল ইসলাম দুলাল, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নূরল হক, সাবেক সম্পাদক কাজি আলতাব হোসেন, যমুনা টেলিভিশনের রংপুর প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, এনটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন কুমার দে, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন নিশাত, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহার্রূপ সুমন, এশিয়ান টেলিভিশনের ফারুক হোসেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন ও মহির খানসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত শুক্রবার লালমনিরহাট সদরে যমুনা টেলিভিশন, প্রথম আলো ও এখন টেলিভিশনের চার জন সাংবাদিক ও হাতীবান্ধায় দৈনিক আজকালের খবরের সাংবাদিক হামলার শিকার হন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357