দিনাজপুরের দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবিতে জাতীয় পার্টির কর্মসূচি পালন
সুলতান মাহমুদ, দিনাজপুর ||
২০২২-০৮-১০ ০৮:৫৬:৫৮
দিনাজপুরে চাল ডাল জ্বালানি তেলসহ নিত্য প্রয়ােজনীয় দ্রব্যমূল্যর প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুর সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্য মূল্য কমিয়ে আনাসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন শ্লােগান দিয়েছন তারা।
জাতীয় পার্টি জােট নাই , রাজপথ ছাড়িনাই। ভােট চােরের গতিতে আগুন জ্বালা এক সাথে দিনের ভােট রাত কেন শেখ হাসিনা জবাব চাই, দ্রব্যমূল্য বাড়লাে কেন শেখ হাসিনা জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দেন নেতা কর্মীরা ।
কালিতলা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহরর প্রধান সড়ক প্রদক্ষিন করে লিলি মােড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় সেখানে কোনটা বিপি মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
বক্তব্য দেন জাতীয় পার্টির কদ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমদ শফি রুবেল বলেন সরকার হাজার হাজার কােটি টাকা বিদেশে পাচার করেছ। আওয়ামীলীগ সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়াত চেয়েছিল সেই চাল এখন ৬০, ৭০ টাকা কেজি। ঔষধ চাল ডাল তেল গ্যাসের দাম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি ডাঃ আনায়ার হােসন, সাইফুলাহ চৌধুরী, মহিলা বিষয়ক সস্পাদিকা রাকেয়া বেগম লাইজু, জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মমহাজ আলম, পৌর কমিটির সাধারন সম্পাদক শায়েব ইফতখার সায়েব তথ্য ও গবষনা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান তুহিন জেলা কমিটির নেতা শফিক আহমদ স্বেচ্ছা সেবক পার্টির সদস্য সচিব মীর মােহাম্মদ আনিসুজ্জামান মিলনসহ অন্যান্যরা।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357