ফরিদপুরের বোয়ালমারীর বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি
ফরিদপুর প্রতিনিধিঃ ||
২০২২-০৮-১০ ০৫:৪২:১০
উদ্বোধনের একদিন পরেই ফরিদপুরের বোয়ালমারী থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা চলাচলের বিআরটিসি বাস বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি। এ নিয়ে বোয়ালমারীবাসীর মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। বিআরটিসি বাস চলাচল করতে দেয়া না হলে বোয়ালমারী উপজেলায় ফরিদপুর জেলা বাস মালিক সমিতির কোন বাস ঢুকতে দেওয়া হবেনা বলে জানিয়েছেন বিক্ষুব্দরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পদ্মাসেতু চালু হবার পর ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে দাবী ওঠে বিআরটিসি বাস চলাচলের। সেই দাবীর প্রেক্ষিতে বিআরটিসি কতৃপক্ষ ফরিদপুর, নগরকান্দা থেকে বাস চালু করে। গত মঙ্গলবার বোয়ালমারী থেকে বিআরটিসি বাস চালু করে কতৃপক্ষ। উদ্বোধনের পরদিন বৃধবার সকাল ৭টায় বোয়ালমারী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয় বাসটি। পথিমধ্যে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে বাসটি আটকে দেয়। বাস থেকে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। ফলে চরম বিপাকে পড়েন বাসটির যাত্রীরা। বাসের একাধিক যাত্রী ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ভাঙ্গা বাস টার্মিনালে আসার পর বেশ কয়েক ব্যক্তি বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। তারা বাসের চালক ও হেলপারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাসের যাত্রীদের সাথেও তারা অসৌজন্যমূলক আচরন করেন। বিআরটিসি বাস বন্ধ করে দেবার খবর বোয়ালমারীতে পৌছালে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বোয়ালমারীর সব শ্রেনী পেশার মানুষ বিআরটিসি বাস বন্ধের তীব্র নিন্দা জানান এবং দ্রুতই বাস চলাচলের জন্য ব্যবস্থা গ্রহনের দাবী জানান প্রশাসনের কাছে। একই সাথে তারা ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবী জানান। বোয়ালমারীর বেশ কয়েকজন ক্ষুব্দ ব্যক্তি জানান, বিআরটিসি বাস চলাচল বন্ধ করা হলে ফরিদপুর জেলা বাস মালিক সমিতির কোন গাড়ীই বোয়ালমারীর উপর দিয়ে চলাচল করতে দেওয়া হবেনা।
বিআরটিসির (কুমিল্লা ডিপো) ম্যানেজার (অপারেশন) মোঃ কামরুজ্জামান জানান, বিআরটিসির বাস বন্ধ করার কোন এখতিয়ার নেই জেলা বাস মালিক গ্রুপের। পরিবহন সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার বন্ধ পরিকর। সেই হিসাবে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা ঠিক হয়নি।
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, বিআরটিসি সারাদেশের ২৩ রুটে যে রুট পারমিট দিয়েছে সেখানে কোন উপজেলার অনুমতি নেই। তাছাড়া জেলা বাস মালিক গ্রুপ থেকেও অনুমতি নেয়নি। ফলে আমরা বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, বাস চলাচলের বিষয়ে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি এ সমস্যাটির সমাধান হয়ে যাবে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357