সিরাজগঞ্জে দালাল চক্রের ৪ সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২২-০৮-০৯ ০৭:৫১:৩৭
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার ৭৭০ টাকা, ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও চারটি মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের সরাপপুর গ্রামের সমশের আলীর ছেলে ইমন আলী (২৫), শাহজাদপুর উপজেলার চরনরীনা গ্রামের জিনাত আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে আব্দুস সালাম খান (৫০) ও মালশাপাড়া মহল্লার আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান (২৬)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার (৮ আগস্ট) বিকেলে শহরের পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে আটকরা স্বীকার করেন যে তারা পাসপোর্ট অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য।ওসি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357