গাজীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে নামিয়ে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

হাসিব খান, গাজীপুর || ২০২২-০৮-০৭ ০৯:০২:৪৬

image
গাজীপুরে তাকওয়া পরিবহনের ভেতর ডাকাতি ও এক গৃহবধুকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। শনিবার (৬আগস্ট) ভোরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভিকটিমের স্বামী বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।‌‌ গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার দরিপাড়া এলাকার আলী আকবরের ছেলে রাকিব মোল্লা, নেত্রকোনা সদরের গুপিরঝুপা এলাকার মৃত সানোয়ারের ছেলে সুমন খান(২০), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঠালকাচারু এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃসজিব (২৩), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বিলডোনা এলাকার তুলা মিয়ার ছেলে মোঃশাহিন মিয়া,খুলনা জেলার রুপসা থানার মোহাম্মদপুর এলাকার মৃত নুর আলমের ছেলে মোঃসুমন হাসান। পুলিশ সূত্র জানা যায়,বৃহস্পতিবার ভোরে নওগাঁ থেকে আসা এক দম্পতি শনিবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস আসেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাকওয়া পরিবহনের একটি বাসে করে শ্রীপুরের মাওনার উদ্দেশ্যে রওনা দেন। পথে চান্দনা চৌরাস্তায় তাকওয়া পরিবহনের আরও তিনজন স্টাফ বাসটিতে ওঠেন। এরপর মহাসড়কের হোতাপাড়া পর্যন্ত গেলে অন্য যাত্রীরা নেমে যান বাস থেকে। হোতাপাড়া অতিক্রমের পর প্রথমে ওই নারীর স্বামীকে মারধরের পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকওয়া পরিবহনের তিন স্টাফ। লুট করে নেয় নগদ টাকা ও মুঠোফোন। এরপর চলন্ত বাসের ভেতর ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করে তারা। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক সানজিদা হক ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছে। এ সময় নির্যাতিতার জবানবন্দী নিয়েছেন হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক এ এন এম আল মামুন। এদিকে বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার বর্ণনা দেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। আসামীদের কাছ থেকে ভিকটিম এর ব্যাবহৃত একটি বাটন মোবাইল, ভেনিটি ব্যাগ, ৪০০০ টাকা, ট্রাভেল ব্যাগ ২টি, চাউল ২ কেজি, ১/২ কেজি ভুট্টা, ২৫০ গ্রাম পোলার চাউল, এটিএম কার্ড ১টি, এক বয়ম আমের আচার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামীরা গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com