জেলা শিক্ষা অফিস ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন উদ্যাগে শিক্ষকদের সঙ্গে এমপি'র মতবিনিময়
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২২-০৮-০৭ ০৭:১৭:৩৬
সিরাজগঞ্জে জেলা শিক্ষা অফিস ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন উদ্যাগে - প্রধান শিক্ষকদের সঙ্গে এমপি'র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭আগষ্ট)বেলা ১১টায় দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ বিষয়ে সচেতনা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর - কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা হলো শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার আমল পরিবর্তন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষকেরা হলো মানুষ গড়ার কারিগর । তাদের প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা রাখতে হবে। সঠিক শিক্ষা গ্রহণ করে পড়াশোনা করতে হবে । খেলাধুলা, সাহিত্য সাংস্কৃতির শিক্ষার্থীদের ধাবিত করতে। বাল্যবিবাহ প্রতিরোধে সকল কাজ করতে হবে।২০৪১ সালের মধ্যে উন্নতিশীল দেশে পরিণত করতে শিক্ষা , স্বাস্থ্য আমল পরিবর্তন করতে সরকার কাজ করছে। বাংলাদেশ এগিয়ে চলছে । সোনা বাংলাদেশ দেউলিয়া হবে না।বহি বিশ্বে জ্বালানি তেল দাম বৃদ্ধি পাওয়া বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। তাই অপ্রচার বা গুজব ছড়াবেন না।
প্রধান বক্তা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা,কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর আওয়ামী লীগের নেতা সৈয়দ বেল্লাল হোসেন, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামূল হক, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্যে রাখেন, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মল্লিকা ছানাউল আনছারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম ভদ্র ঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জীবন কুমার সাহা,ইছামতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্পা রহমান প্রমূখ। সদর ও কামারখন্দ উপজেলার ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক শফিউল আলম শতাধিক প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357