রাঙ্গামাটিতে জেলা কৃষি তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি || ২০২২-০৮-০২ ০৯:৪৬:৫০

image
রাঙ্গামাটিতে জেলা কৃষি তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা কৃষি তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আধুনিক কৃষি পদ্ধতি বিষয়ে কৃষকদের কাছে তথ্য প্রচার ও জানানোর জন্য মূলত এই সেমিনার। যথাযথভাবে কৃষি তথ্য গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষিজ উৎপাদন রক্ষা পায়। বর্তমান সরকারের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের কারণে কৃষকরা আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি সারা বিশে^র অর্থনৈতিক মন্দার পরেও সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে দেশ খাদ্য ঝুকি মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কৃষক যাহাতে সকল তথ্য যথাসময়ে পায় এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে সঠিক বার্তা প্রেরণ করার জন্য আহবান জানান। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মৌসুম অনুযায়ী বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ করে সম্পাদনের জন্য অনুরোধ জানান। এ সময় বিভাগীয় প্রধানগণ প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ এবং কৃষি বিভাগের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম স্লাইড শোর মাধ্যমে উপস্থাপন করেন। সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com