শিল্পকলার অযৌক্তিক ভাড়া ও অনিয়মের কারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ || ২০২২-০৮-০১ ১০:৫০:০৭

image
৩১ জুলাই বিকেল সাড়ে ৫ টায় শহরের ইভিনিং টাচ চাইনিজ রেস্টুরেন্টে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার আয়োজনে। পাবনা জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি,বীর মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক দের অংশ গ্রহণে, গত ৩০ চৈত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের উপহার হিসেবে সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক চর্চার প্রচার ও প্রসারে পাবনার যে শিল্পকলা একাডেমি উদ্বোধন করেন, সেই শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এখন পাবনার শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চার প্রধান অন্তরায় হিসাবে দাঁড়িয়েছে। শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এর অযৌক্তিক ভাড়া নির্ধারণ করায় তারই প্রতিবাদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় পাবনার বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুন্নুর সঞ্চালনায় মতবিনিময় করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ও পাবনা থিয়েটার ৭৭ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও আবৃত্তিকার আলমগীর কবীর হৃদয়, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, সূচিত্রা সেন স্মৃতি পরিষদের সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, গণশিল্পী সংস্থা পাবনার সহ-সভাপতি অ্যাড. মোসফেকা জাহান কনিকা, বাংলাদেশ আওয়ামী শিল্পী গোষ্ঠী পাবনার সভাপতি প্রলয় চাকী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, বাংলাদেশ লেখক শিবির পাবনা জেলা শাখার মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম আজাদ বাবু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, দৈনিক জনকণ্ঠের পাবনা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, বাংলাদেশ কবিতা সংসদ পাবনার সভাপতি মানিক মজুমদার, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি কবি ও গীতিকার এনামুল হক টগর, শহীদ বুদ্ধিজীবি ডা. ফজলে রাব্বী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ, গণমঞ্চের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুর রশীদ খান ঝিন্টু, কবি, ছড়াকার ও চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল, মহীয়সী সাহিত্য ও পাঠচক্র সভাপতি কবি ও প্রকাশক রেহানা সুলতানা শিল্পী, চাটমোহর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কবি ফিরোজা পারভীন, কবি খান আনোয়ার হোসেন, তাল-লয় সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান সজল, মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সভাপতি কবি ও সাংবাদিক শফিক আল কামাল, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান রনি, রুদ্র বিশ্বাস,আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা জেলা শাখার উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি অশ্রু সাগর আনোয়ার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক কবি মমতাজ রোজ কলি, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সদস্য কণ্ঠশিল্পী রজনী আক্তার, কবি ও প্রভাষক সালেক শিবলু, কবি ও ছড়াকার ও সাংবাদিক আলাউদ্দীন হোসেন, কবি সাবিনা ইয়াসমিন, কবি ও আবৃত্তিকার অন্জ্ঞলী ভৌমিক প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পাবনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের অযৌক্তিক ভাড়া নির্ধারণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী গ্রহণে একাত্ম প্রকাশ করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সহ-সভাপতি মাহবুবুল আলম লিটন, যুগ্ম সম্পাদক সহ. অধ্যাপক আসাদুজ্জামান খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার সম্পাদক আর কে আকাশ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ্বাসসহ পাবনার বিভিন্ন অঙ্গণের বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com