আমদিয়া ইউনিয়নকে নাগরিক বান্ধব কর্ম পরিকল্পনা করেছেন চেয়ারম্যান আবদুল্লাহ রইছ ইবনে মিঠু
হাজী জাহিদ, নরসিংদী ||
২০২২-০৭-২৭ ০৪:১৩:২৪
নরসিংদী জেলা মাধবদী থানার পলাশ নির্বাচনী এলাকায় আমদিয়া ইউনিয়ন এলাকায় বহু জনবসতি এ এলাকায় বহু লোক এর বসবাস দেশের বিভিন্ন জেলা থেকে কর্মের প্রয়োজনে এখানে আসেন এবং বসবাস করেন। নরসিংদী পলাশের আমদিয়া ইউনিয়নে নাগরিক ও মানব বান্ধব কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ রইছ ইবনে মিঠু । তিনি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট সময়ে গ্রাম্য শালিশ করেন সমস্ত মেম্বার ও বিচারের স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধীও সামাজিক ব্যাক্তিদের নিয়ে। মাদক সন্ত্রাস চাঁদা বাজী, চুরি ডাকাতি নির্মুল করার জন্য এবং ইউনিয়ন এলাকায় শান্তি বিরাজ করার জন্য অভিযোগ বক্স দেন প্রত্যক এলাকায় এলাকায় এবং পূর্বের জুলন্ত বিচার শালিশ এবং সমস্ত সমস্যা সমাধান করার জন্য নিজে সামাজিক আদালত বসিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। এক শাক্ষাতকারে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ রইজ ইবনে মিঠু বলেন, আমার কর্ম পরিকল্পনার মধ্যে উল্লেখ যোগ্য রয়েছে আমদিয়া ইউনিয়নের স্কুল, মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা জোরদার ভূমিকা রাখা, সমস্ত ইউনিয়ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ীর, রাস্তা ঘাটের বৃষ্টির পানিতে জমে থাকা পানি নিষ্কাশন ব্যবস্থার অগ্রনী ভূমিকা নিয়ে কাজ করা। ড্রেনেজ ব্যবস্থা করা, অন্ধকার এলাকায় বৈদ্যুতিক লাইট, সোলার লাইট স্থাপন করে আলোকিত ইউনিয়নের গ্রামকে শহরে পরিনত করেত প্রয়োজনীয়ও গুরুত্ব পূর্ন রাস্তা তৈয়ার করা। স্কুল, , সমজিদ মন্দির, মাদ্রাসা ও কবর স্থান এর উন্নয়নে গুরুত্ব পূর্ন ভূমিকা রাখেন। এবং আধুনিক ইউনিয়ন গড়ে তুলে নাগরিক বান্ধব ইউনিয়ন গঠন করতে যা, যা লাগে সব করব, মশা নিধন করা জনগনের সমন্নয়ে ট্যাক্স নির্ধারন করে আদায় করা, বাজার গুলিতে গন টয়লেট করার উদ্দ্যেগ ও আধুনিক বর্জ্য ব্যবস্থা প্রনোয়ন করে পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিয়ন গঠন করা হবে বলেন পর্যাপ্ত পরিমান ডাসবিন এর ব্যবস্থা করা হয়েছে, বিশুদ্ধ পানির ও সু-প্রিয় পানির ব্যবস্থা করা হবে,গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হবে । পরিকল্পিত যানবাহন এর জন্য ষ্ট্যান্ড এর ব্যবস্থা করা হয়েছে , রাস্তার পাশে ফুটপাত নির্মান ও য়াকওয়ে নির্মান বিউটি পিকেশন করার উদ্দ্যেগ নেয়া হয়েছে। উন্নয়নের আস্থা রেখে, ব্যবসায়ী জনগন বলেন চেয়ারম্যান এর প্রতি আমাদের এবং সকল শ্রেনীর লোকজন এর উন্নয়নের ব্যপারে আস্থা রয়েছে কারন তিনি চেয়ারম্যান হওয়ার আগেই নিজ খরচে ইউনিয়নএবং জনগনের অনেক উন্নয়ন করেছেন জনগনের জন্য, এবং জনগনের পাশে ছিলেন। তিনি দলের তৃনমূল থেকে উঠে এ পর্যন্ত এসে গত নির্বাচনে নৌকা মার্কা নিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন।
তিনি ইউনিয়নকে সাজাতে নাগরিক বান্ধব করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার আগেই নিজের ব্যক্তি গত অর্থায়নে গরীব বেকার মহিলাদেরকে সব রকম সহযোগিতা করেছেন, স্কুল এবং মাদ্রাসার গরীব ছাত্র ছাত্রীদের কে শিক্ষার জন্য সব রকম সহযোগিতা করেছেন। তেমনি স্কুল, মাদ্রাসা মন্দিরে দান করেছেন।নিজ খরচে রাস্তায় করে দিয়েছেন।করোনা কালীল সময়ে প্রচুর পরিমাণ ত্রান বিতরণ করেছেন।সকল শ্রেণির জনগণের মাঝে রয়েছে তার গ্রহণ যোগ্যতা ও জনপ্রিয়তা।তিনি প্রতিবন্ধী ওবিধবা,বয়স্ক, মাতৃত্ব কালীল ভাতা যহারা পাওয়া উপযুক্ত তাদেরই প্রদান করেন,কেহ কোন ঘুষ নিতে পারবেনা, সকল দলের সকল মানুষ এর নিকট রয়েছে তাহার গ্রহণ যোগ্যতা।আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ রইছ ইবনে মিঠু তিনি ছাত্র জীবন থেকেই ছাত্র লীগের রাজনীতি করেন , বর্তমানে আমদিয়া ইউনিয়ন এর আওয়ামী লীগের সভাপতি।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357