গাজীপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা বাধা নারীর মরদেহ উদ্ধার
হাসিব খান, গাজীপুর ||
২০২২-০৭-২৫ ০৬:৩০:৩৪
গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় পুকুর থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫জুলাই) বেলা ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, পুকুরে মরদেহ ভেসে থাকার খবরে সোমবার বেলা ১২টায় ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের দুটি হাত-পা বাঁধা, কোমরে তিনটি ইট বাঁধা অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মরদেহ পুকুরে এনে ফেলে রেখেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357