নতুন গল্পকার ও অভিনয় শিল্পীর খুঁজে
নিজস্ব প্রতিবেদক ||
২০২২-০৭-২৪ ০৬:২৬:৪৭
আরটিভি ও প্রিয়ন্তীর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন গল্পকার ও অভিনয়শিল্পী খুজে বের করার আয়োজন "Rtv Fiction Fiest ইন এসোসিয়েশন উইথ প্রিয়ন্তী"| এক ঝাক আগামীর তারকা অভিনয়শিল্পী (মূল চরিত্র) আর এক দল গল্পকার তৈরীর এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। Rtv Fiction Fiest র মাধ্যমে নতুন গল্প ও অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত ২টি করে একক নাটক প্রতি সপ্তাহে প্রচারিত হবে আরটিভিতে এবং বছর শেষে প্রচারিত মোট ১০০টি একক নাটকের মধ্য হতে সোস্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা অভিনয়শিল্পী ও সেরা গল্পকারদেরকে পুরস্কৃত করা হবে।
দুটি ক্যাটাগরীতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলছে। অভিনয়শিল্পী এবং গল্পকার। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩১শে জুলাই মধ্যরাত পর্যন্ত। তাই আগ্রহী যারা এখনও রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে এখনই রেজিষ্ট্রেশন করতে বলা হচ্ছে। অভিনয়শিল্পী ক্যাটাগরীতে যারা অংশগ্রহণ করতে চায় তারা তাদের অভিনয়ের সর্বোচ্চ ১/২ মিনিটের ভিডিও ক্লিপ এবং যারা গল্পকার ক্যাটাগরীতে অংশগ্রহণ করতে চায় তারা তাদের গল্পটি পিডিএফ ফাইল করে Rtv Fiction Fiesta ফেইজ বুক পেইজে ইনবক্স করার জন্য বা ইমেলঃ rtvfictionfiesta@gmail.com এ পাঠানোর জন্য আহবান করা হচ্ছে।
জুলাই মাসে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট ১১ তারিখে প্রাথমিক বাছাইকৃতদের ফলাফল জানিয়ে দেয়া হবে। প্রাথমিক বাছাইকৃতদের মধ্য হতে চূড়ান্ত বাছাই করা হবে আগামী ১৮-২০ আগস্ট ঢাকায়। চূড়ান্ত ভাবে যারা নির্বাচিত হবে তাদেরকে গ্রুমিং করে নাটকের শুটিংয়ের জন্য তৈরী করা হবে ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে। আশা করা যাচ্ছে তাদেরকে নিয়ে সেপ্টেম্বরের ১০ তারিখের দিকে নিয়মিতভাবে শুটিং শুরু করা হবে যা প্রচার করা হবে অক্টোবর ২০২২ সাল হতে।
টেলিভিশন নাট্য মাধ্যমকে আরোও সমৃদ্ধ করার এই মহতি উদ্যোগের সাথে বাংলাদেশের বিখ্যাত সব অভিনয়শিল্পী, নাট্যপরিচালক, কলাকুশলী, গল্পকার, নাট্যকার, বিনোদন ভূবনের সংশ্লিষ্ট সবাই পাশে আছে। নতুন শিল্পীদের নিয়ে কাজ করা সত্যিই চ্যালেঞ্জ কিন্তু মেধাবী ও প্রতিভাবান অভিনয়শিল্পী বা গল্পকারদের তৈরী করে মান সম্মত নাটক নির্মাণ করা দুঃসাধ্য কোন ব্যাপার নয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357