সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ||
২০২২-০৭-২৪ ০৫:৪৭:২৫
"নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে থেকে বণার্ঢ্য র্যালী বের হয়ে অফির্সাস ক্লাবে এসে শেষ হয়। পরে অফির্সাস ক্লাবে আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।
তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হলো মৎস্য বান্ধব সরকার। তিনি মৎস্য খাত এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপে গ্রহণ করছেন । নদীতে,খাল- বিল, হাওর, পুকুরে কারেন্ট জাল, দেয়ারিজাল বা অবৈধ জাল ব্যবহার করা যাবে না। আইন কানুন মেনে মৎস্য আহরণ করতে হবে। পোনা মাছ ধরা যাবে না। নদী পানিতে বর্জ্য পদার্থ ফেলা যাবে না। এ বিষয়ে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন কাজ করছে। এসরকার জেলেদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করছে।
অনুষ্ঠানে স্বাগত জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির। সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট,আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন , সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমূখ।
এসময় প্রায় ৩ শতাধিক মৎস্যজীবী, মৎস্যচাষী, ও মৎস্য উদ্যাক্তরা উপস্থিত ছিলেন। দুপুরে কয়েকটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357