কুলাউড়ায় লজ্জাবতী বানর উদ্বার করে রির্জাভ ফরেষ্টে অবমুক্ত
এ কে এম জাবের, কুলাউড়া ||
২০২২-০৭-২২ ১৩:১১:২৫
কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের অলমগীর মিয়ার ছেলে সোহেলের থেকে একটি লজ্জাবতী বানরকে উদ্বার করে রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করেছে বনবিভাগ।
শুক্রবার সন্ধ্যায় এলাকার সেচ্ছাসেবী যুবকদের সহযোগীতায় কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও অন্যান্য স্টাফবৃন্দ গাজিপুরের আদাআদি মোকাম এলাকায় রিজার্ভ ফরেষ্টে এ বানরটিকে অবমুক্ত করেন।
এসময় প্রেসক্লাব কুলাউড়া সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, সমাজসেবক জাবের খাঁন, সেচ্ছাসেবী যুবকগনের পক্ষে খন্দকার অনি উপস্থিত ছিলেন।
এব্যাপারে বণ্যপ্রানী অধিদপ্তর মেীলভীবাজারের সহকারী বনসংরক্ষক মির্জা মেহেদী সারোয়ার জানান, লজ্জাবতী বানরটি এলাকার মানুষরা রেখেছিল। পরে বনবিভাগ খবর পেয়ে এটিকে উদ্বার করে অবমুক্ত করেছে।
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357